ব্যস্ততার কারনে দেখতে না পারা এসএমএস গুলো যদি নিচে পরে থাকে তাহলে খুব সহজেই আনরিড অপশনে ক্লিক করে তারাতারি খুজে বের করতে পারবেন - Official Masum

Breaking

Friday, December 10, 2021

ব্যস্ততার কারনে দেখতে না পারা এসএমএস গুলো যদি নিচে পরে থাকে তাহলে খুব সহজেই আনরিড অপশনে ক্লিক করে তারাতারি খুজে বের করতে পারবেন


 Facebook UNREAD Message 

আমাদের মাঝে বহুল জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে সামাজিক যোগাযোগ এর ফেসবুক মাধ্যম। সম্প্রীতি দুইদিন আগে ফেসবুক আমাদের জন্য একটি নতুন ফিচার যোগ করেছে মেসেঞ্জারে। যেটা আমাদের জন্য খুবই উপকারের। তো সেটা আসলে হচ্ছে UNREAD Message.

যেটা দ্বারা আমরা বুঝি যদি কারো এসএমএস দেখতে না পারার কারনে নিচে পরে যায় তাহলে কার কার এসএমএস গুলো সিন করা বা দেখা হয় নাই সেটাকে বুঝায়।

আগে ওরকম ভাবে খেয়াল করা হয়নি, কিন্তু ফিচার টা দেখে খুবই ভাল লেগেছে। 

#UNREAD option open

যখন অনেক এসএমএস আসে তখন অনেক জরুরী এসএমএস গুলা দেখা যায়না নিচে পড়ে যায় ✅

এখন থেকে খুব সহজে দেখা যাবে। 
কোন কোন এসএমএস এখনো seen হয়নি 🖤

ধন্যবাদ 🖤

No comments:

Post a Comment