ক্যামেরার সামনে ফিরছেন মাহি, সঙ্গী ইমন - Official Masum

Breaking

Wednesday, December 15, 2021

ক্যামেরার সামনে ফিরছেন মাহি, সঙ্গী ইমন


 

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ করতে গিয়েছিলেন দিন কয়েক আগেই। সম্প্রতি দেশে ফিরেছেন এই অভিনেত্রী। ফিরেই এবার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাহি।


চিত্রনায়িকা মাহিয়া মাহি ‘কাগজের বিয়ে’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করবেন। চয়নিকা চৌধুরী থাকবেন এই ওয়েব ফিল্মের পরিচালনায়।  এ জন্য আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহি। শুটিং হবে ধামরাইয়ে।

ওয়েব ফিল্মে অভিনয় নিয়ে সংবাদমাধ্যমে মাহি বলেন, 'চয়নিকা দিদির সঙ্গে কাজটিতে অনেক আগেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। শিডিউল অনেক আগেই দেওয়া ছিল, সেই অনুযায়ী শুটিংয়ে অংশ নেব।’

ওয়েব ফিল্মে মাহির সঙ্গে অভিনয় করবেন ইমন। এর আগে তারা একত্রে জুটি বেঁধে 'মাফিয়া' নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেন। এই ফিল্ম এখনো রয়েছে মুক্তির অপেক্ষায়।

বর্তমান সময়ে মাহি রয়েছে সংবাদ মাধ্যমের শিরোনামে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে তার একটি কলরেকর্ড ফাঁস হয়। সেই রেকর্ডে শোনা যায়,  মাহিকে আপত্তিকর ভাষায় বিভিন্ন প্রস্তাব দিয়েছেন ডা. মুরাদ হাসান। মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছিলেন তিনি। এরপর বিতর্কের ঝড় উঠে দেশজুড়ে। তার প্রেক্ষিতে প্রতিমন্ত্রীর পদ হারান মুরাদ।

সেই ভাইরাল অডিও ক্লিপ নিয়ে গত ৬ ডিসেম্বর রাতে অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে কথা বলেন। তিনি বলেন, সেদিন ঘটনা ঘটার পর আমি বেশ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানে কতটুকু আঘাত লেগেছে সেটি আমি আর আমার আল্লাহ জানেন। আজকেও আমি ভীষণ লজ্জিত নিজের কাছেও সেই সঙ্গে দেশবাসীর কাছে। আমি নিজের মতো করে উত্তর দিয়ে পাশ কাটিয়ে গিয়েছিলাম সেদিন। এটা ঠিক দুই বছর আগের ঘটনা ছিল।

No comments:

Post a Comment