স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি জাহিদ গ্রেফতার - Official Masum

Breaking

Monday, February 14, 2022

স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি জাহিদ গ্রেফতার


 

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্র ইয়ামিন হাসান হত্যা মামলার প্রধান আসামি জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে দামুড়হুদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে।


জাহিদকে সোমবার দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন জেল হাজতে পাঠানোর আদেশ দেন। জাহিদ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের পালপাড়ার আসাদুল মেম্বারের ছেলে ও বখাটে যুবক।

জানা যায়, শনিবার দুপুরে জাহিদ একই পাড়ার ইয়ামিন ও তার এক বন্ধুর কাছে চানাচুর ভাজা কিনতে দেয়। ইয়ামিন ১০ টাকার কম চানাচুর কম আনলে জাহিদসহ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ইয়ামিনকে গাছের সাথে বেঁধে মারপিট করে। পরে ইয়ামিনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার পর লাশ আম বাগানে লুকিয়ে রাখে।

পরে দুপুরে ইয়ামিনের পরিবারের সদস্যরা আম বাগান থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় ইয়ামিনের মা রিনা খাতুন বাদী হয়ে রোববার দুপুরে দামুড়হুদা থানায় ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল।

দামুড়হুদা থানা পুলিশ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রবাস গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদকে গ্রেফতার করে। একই দিন দুপুরে জাহিদকে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেন বিচারক। তাকে পুলিশ প্রহরায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়।

No comments:

Post a Comment