সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রেমিকা যখন ঘুমাচ্ছিলেন, মোবাইল আনলক করার জন্য তার আঙুলের ছাপ নেন। সেটা দিয়ে প্রেমিকার ফোন খোলেন। কিন্তু ফোন থেকে প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ খোলার জন্য ফেসিয়াল রিকগনিশন-এর প্রয়োজন ছিল। হাতের ছাপ তো পেয়ে গিয়েছেন, কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ফোনের এই ফিচার। তবে সেটাও ভাঙতে খুব একটা বেগ পেতে হয়নি হুয়াংকে। খুব সাবধানে ঘুমন্ত প্রেমিকার চোখের পাতা তুলে ফোনে স্ক্যান করতেই ব্যাংকের অ্যাপ খুলে যায়। তার পর সেই অ্যাকাউন্টের পাসোয়ার্ড পরিবর্তন করেন এবং অ্যাকাউন্ট থেকে দেড় লাখ ইয়ুন বা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে সেখান থেকে পালিয়ে যান।
এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন হুয়াংয়ের প্রেমিকা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই কাণ্ডের পেছনে হুয়াংয়ের হাত রয়েছে। তার পরই তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে বিষয়টি উঠলে বিচারক হুয়াংকে ২০ হাজার ইয়ুন বা প্রায় ২৭ লাখ টাকা জরিমানা করেন এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেন।
সূত্র: মেইল অনলাইন
No comments:
Post a Comment