অ্যাশেজে ইংলিশ তরুণের বিয়ের প্রস্তাবে রাজি অজি তরুণী! - Official Masum

Breaking

Friday, December 10, 2021

অ্যাশেজে ইংলিশ তরুণের বিয়ের প্রস্তাবে রাজি অজি তরুণী!

 

প্রেম মানে না কোনো বাধা। আর প্রেমে পড়লে দেশ-কাল-জাতি-ধর্ম সব কিছু অতিক্রম করে ফেলা যায়। এমনই এক প্রেমের সাক্ষী হয়ে থাকল ব্রিসবেন টেস্ট। অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার এক তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় ইংল্যান্ড সমর্থক এক তরুণ। প্রস্তাবে রাজিও হন সেই ছেলের বান্ধবী।



ছেলের নাম রব হেল এবং মেয়ের নাম নাটালি। অ্যাশেজের লড়াইয়ে যখন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ব্যস্ত, ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে। যখন দুই দল পানির বিরতিতে ছিল, তখনই গ্যালারিতে বসে থাকা সেই দুই তরুণ-তরুণী ঘটায় এমন কাণ্ড। 


হঠাৎ যখন স্ক্রিনে দুই জনকে দেখাচ্ছিল, তখনই হাঁটু গেড়ে আংটি বের করে বিয়ের প্রস্তাব দেন রব। সেই সঙ্গে রব বলেন, আমি খুব তাড়াতাড়ি কাজটা করতে চাই, কারণ লোকে দেখছে আমাদের। আমরা চার বছর যাবত এক সাথে আছি। এই চার বছর আমার জীবনের সেরা চার বছর ছিল। আমাকে বিয়ে করবে? 

সকলের সামনে এমন প্রস্তাবে নাটালি মানা করতে পারেনি। মাথা ঝুঁকিয়ে সম্মতি জানানোর পর চুমু খান রবকে। নাটালি সম্মতি জানানোর পরই তাকে কোলে তুলে নেন রব। এরপর প্রেমিকার হাতে আংটিটি পরিয়ে দেন।


ম্যাচের ধারাভাষ্যকাররা তখন সেই জুটিকে অভিনন্দন জানান। কিংবদন্তি ধারাভাষ্যকার বিল ররির কথা অভিনন্দন জানিয়ে বলেন, 'গ্যাবায় তৃতীয় দিনে কোনো কিছু ঘটার বাকি নেই। ওদিকে দেখুন। রব বার্মি আর্মি। নাটালি নিশ্চিতভাবেই অজি। অসাধারণ।'


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোড়ন ফেলেছে। এরই মধ্যে সবাই এই জুটিকে অভিনন্দন জানানো শুরু করেছে।

No comments:

Post a Comment