ববিতে ২২ হাজার টাকায় ফলাফল পরিবর্তনের গুজব - Official Masum

Breaking

Saturday, December 11, 2021

ববিতে ২২ হাজার টাকায় ফলাফল পরিবর্তনের গুজব

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২০-২১ সেশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ভাইরাল হচ্ছে গুজব। ফলে বিভ্রান্তিতে পড়ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
গত কয়েকদিন ধরে ফেসবুকে মো. আজিজুল হক নামের একটি আইডি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির সহায়তা সংক্রান্ত বিভিন্ন গ্রুপে 'বরিশাল বিশ্ববিদ্যালয় রেজাল্ট চেঞ্জ'  শিরোনামে একটি মন্তব্য ভাইরাল হয়। যেখানে লেখা হয়, কারো যদি সাবজেক্ট না আসে বা রেজাল্ট খারাপ হয় অথবা পছন্দমতো সাবজেক্ট না পাওয়া যায় তবে ৬ ঘণ্টার মধ্যে ২২ হাজার টাকার বিনিময়ে কাজ করে দেওয়া হবে। তবে ১০ হাজার টাকা অগ্রিম প্রদান করতে হবে।

এছাড়া ওই আইডি থেকে ইতোমধ্যে একাধিক শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হয়েছে তাদের কাছে অগ্রিম পেমেন্ট বিকাশের মাধ্যমে চেয়েছেন ঐ আইডিধারী। কর্তৃপক্ষের ধারণা, এটি ফেক বা ভুয়া আইডি।


এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক বলেন, আমাদের কাছে এরকম কয়েকটি ইস্যু এসেছে। আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এছাড়া শনাক্ত করতে পারলে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা জেনেছি এবং ফলোআপ করছি। দ্রুতই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করব।

No comments:

Post a Comment