ফেসবুক পোস্টে অনুভূতি প্রকাশের অন্যতম উপায় ‘রিঅ্যাক্ট’ দেওয়া। ফেসবুকে অনেকেই অন্যের পোস্টে রিঅ্যাক্ট দেন। কিন্তু অনুভূতি প্রকাশ করতে গিয়ে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়ে বিপাকে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক যুবক। প্রতিবেশীর হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায় এমন ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ ডিসেম্বর নিজেরই এক প্রতিবেশী জয়ন্ত সিংয়ের এক ফেসবুক পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছিলেন ওম প্রকাশ নামে এক যুবক। কিন্তু এতে ভীষণ ক্ষেপে যান জয়ন্ত।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৯ ডিসেম্বর নিজেরই এক প্রতিবেশী জয়ন্ত সিংয়ের এক ফেসবুক পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দিয়েছিলেন ওম প্রকাশ নামে এক যুবক। কিন্তু এতে ভীষণ ক্ষেপে যান জয়ন্ত।
হাসপাতালে চিকিৎসাধীন ওমপ্রকাশ জানান, রোববার রাতে কাজে যাচ্ছিলেন তিনি। এ সময় জয়ন্ত তার দলবল নিয়ে হামলা চালায় ও বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওমপ্রকাশের স্বজনেরা লঘড়িয়া থানায় এফআইআর দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
No comments:
Post a Comment